ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খুলশীতে তরুণ খুনের ঘটনায় গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে ছুরিকাঘাতে আবদুর রহমান সুজন (২০) নামে এক তরুণ খুনের ঘটনায় মূল আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. হাবীব হোসেন মুন্না (১৯), মো. রাকিব হাসান (১৯), মো. সজীব (২৫) ও মো. হৃদয় (২১)। অন্য তিনজন ১৬ বছর বয়সী কিশোর।

আরও পড়ুন: খুলশীতে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত

শনিবার দুপুরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার বিকেলে খুলশী থানাধীন সেগুনবাগান ক্যান্টিনগেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হামলার শিকার আবদুল কাদের সবুজ বাদী হয়ে শনিবার সকালে খুলশী থানায় হত্যা মামলা করেন। মামলায় গ্রেফতার সাতজনসহ ১২ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পিনা রাণী প্রামাণিক।

ইকবাল হোসেন/বিএ