ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কৃষি মার্কেটে আগুন

অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে বিমানবাহিনীর সক্রিয় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

 

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে আগুনের সূত্রপাত ঘটে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিক অগ্নিনির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে একযোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বিমানবাহিনীর মোট ৩টি ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনা এবং নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিমানবাহিনীর ৫ জন কর্মকর্তা, অন্যান্য পদবির ৮৬ জন বিমানসেনা ও বেসামরিক কর্মচারীসহ (ফায়ার ফাইটার ও লস্কর ফায়ার ফাইটার) মোট ৯১ জন সদস্য সক্রিয়ভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করেন। সফলভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে বিমানবাহিনীর উদ্ধারকারী দল বেলা ১২টা ৪৫ মিনিটে স্ব-স্ব ঘাঁটিতে ফিরে যায়।

এর আগে বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঢাকা ও ঢাকার বাইরে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম যৌথভাবে সাফল্যের সঙ্গে পরিচালনা করেছে।

টিটি/এমএইচআর/জিকেএস

টাইমলাইন

  1. ০৯:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে বিমানবাহিনীর সক্রিয় অংশগ্রহণ
  2. ০৫:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘দোকান থেকে যা বের করছি, সেগুলো তো অচল’
  3. ০৫:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ পুড়ে যাওয়া কৃষি মার্কেট পর্যবেক্ষণে ভেতরে ঢুকেছে বিজিবি
  4. ০৪:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু
  5. ০২:৫৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘৪ লাখ টাকার মাল উঠিয়েছি, চারটা পোশাকও বিক্রি করতে পারিনি’
  6. ১২:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মার্কেট ঝুঁকিপূর্ণ থাকলে ভেঙে দেওয়া হলো না কেন
  7. ১২:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ আশপাশের সড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  8. ১২:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিএনসিসি
  9. ১১:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে, আগুন লাগলো কীভাবে’
  10. ১০:৩৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে হক বেকারি থেকে
  11. ১০:২৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে: ফায়ার কর্মী
  12. ১০:০০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না
  13. ০৯:৫৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট, বিস্ফোরণ হচ্ছে দাহ্য পদার্থ
  14. ০৯:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৫০০ দোকান পুড়ে ছাই, দাবি ব্যবসায়ীদের
  15. ০৯:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ সাড়ে ৫ ঘণ্টা পর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
  16. ০৮:২৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী
  17. ০৮:১৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই
  18. ০৮:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ উদ্ধার-সহায়তায় বিজিবি মোতায়েন
  19. ০৮:০৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ উৎসুক জনতার ভিড়, নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের
  20. ০৭:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন
  21. ০৭:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী
  22. ০৭:৩৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মালামাল রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা
  23. ০৪:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট