ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে হক বেকারি থেকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত কাঁচা বাজারের প্রবেশমুখে থাকা হক বেকারি থেকে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ তথ্য জানান মার্কেটের নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন।

তিনি বলেন, রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানান- হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দেই। কিন্তু তারা কল ধরে নাই। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি। গাড়ি পাঠাচ্ছি। এর আধাঘন্টা পর দুইটা ছোট গাড়ি আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। পরে যে পাঁচ-সাতটা গাড়ি এসেছে এটা আগে এলে ক্ষতি কম হতো।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করে মুশফিক বলেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। গাড়ি এলে আগুনটা হয় তো কম ছড়াতো। আর পানির সংকট ছিল।

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন। এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

আরও পড়ুন: ৫০০ দোকান পুড়ে ছাই, দাবি ব্যবসায়ীদের

আগুনে মার্কেটের প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। মার্কেট ও কাঁচা বাজারে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৭০০-৮০০টি দোকান ছিল।

ব্যবসায়ীরা বলছেন, প্রথমে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত। পরে বাতাসে মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। মার্কেট বন্ধ থাকায় ফায়ার সার্ভিস প্রথমে এসে ভেতরে ঢুকতে পারেনি। এজন্য আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে চারদিকে।

আরও পড়ুন: মোহাম্মদপুর কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই

কৃষি মার্কেটে কাপড়ের দোকানি মাহবুব হাসান জাগো নিউজকে বলেন, তার দোকানে লাখ পাঁচেক টাকার মালামাল ছিল। প্রথমে হক বেকারিতে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে যায়। মার্কেটে ৫০০ এর বেশি দোকান পুড়েছে।

টিটি/বিএ/এমএস

টাইমলাইন

  1. ০৯:১৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে বিমানবাহিনীর সক্রিয় অংশগ্রহণ
  2. ০৫:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘দোকান থেকে যা বের করছি, সেগুলো তো অচল’
  3. ০৫:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ পুড়ে যাওয়া কৃষি মার্কেট পর্যবেক্ষণে ভেতরে ঢুকেছে বিজিবি
  4. ০৪:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ কৃষি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু
  5. ০২:৫৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘৪ লাখ টাকার মাল উঠিয়েছি, চারটা পোশাকও বিক্রি করতে পারিনি’
  6. ১২:৫৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মার্কেট ঝুঁকিপূর্ণ থাকলে ভেঙে দেওয়া হলো না কেন
  7. ১২:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ আশপাশের সড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা
  8. ১২:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে: ডিএনসিসি
  9. ১১:২১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ‘রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে, আগুন লাগলো কীভাবে’
  10. ১০:৩৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগে হক বেকারি থেকে
  11. ১০:২৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে: ফায়ার কর্মী
  12. ১০:০০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না
  13. ০৯:৫৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট, বিস্ফোরণ হচ্ছে দাহ্য পদার্থ
  14. ০৯:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৫০০ দোকান পুড়ে ছাই, দাবি ব্যবসায়ীদের
  15. ০৯:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ সাড়ে ৫ ঘণ্টা পর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
  16. ০৮:২৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী
  17. ০৮:১৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটের ১৮ সোনার দোকান পুড়ে ছাই
  18. ০৮:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ উদ্ধার-সহায়তায় বিজিবি মোতায়েন
  19. ০৮:০৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ উৎসুক জনতার ভিড়, নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের
  20. ০৭:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন
  21. ০৭:৪৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী
  22. ০৭:৩৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মালামাল রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা
  23. ০৪:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট