ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর উত্তর বাড্ডায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর জান্নাতুল ফেরদৌস জানান, আমার স্বামী আগে ওষুধের ফার্মেসির ব্যবসা ছিল, এখন তিনি কিছুই করতেন না। সন্ধ্যার দিকে বাসায় গ্যাসের চুলার কাজ করার সময় পাশেই ইলেকট্রিক লাইনের তার ছিল। ওই সময় অসাবধানতাবশত হাত লাইনের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হোন। অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানা। উত্তর বাড্ডার তিন নম্বর রোডের ৬৫ নম্বর নিজ বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/জেএইচ/এএসএম