চট্টগ্রামে ২৬ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলায় ২৬ বছর পর দিদারুল ইসলাম ওরফে জসিম (৫৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিম রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামের প্রয়াত মেহেরুজ্জামানের ছেলে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, হত্যা মামলাটি ১৯৯১ সালের। কিন্তু গ্রেফতার জসিম এজাহারভুক্ত আসামি ছিলেন না। তদন্তে তার নাম আসে। পরে পুলিশ অভিযোগ পত্র দিলে ১৯৯৬ সালে আদালত জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে জসিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৬ ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সর্বশেষ চান্দগাঁও এলাকার অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর
- ২ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ৩ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৪ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান
- ৫ চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত