ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে বসেই মালয়েশিয়ান খাবারের স্বাদ পাওয়া যাবে হোটেল শেরাটনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গার্ডেন কিচেন রেস্তোরাঁয় শুরু হয়েছে মালয়েশিয়ান ফুড ফেস্টিভ্যাল। ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। বাংলাদেশে বসে যারা মালয়েশিয়ান খাবারের স্বাদ নিতে চান, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে খাবার পরিবেশন। এর আগে অধিবেশনের মাধ্যমে মালয়েশিয়ান খাদ্য উৎসবের উদ্বোধন করা হয়।

‘মালয়েশিয়া অন এ প্লেট’ শীর্ষক উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ও শেরাটন হোটেলের ইনচার্জ স্টিফেন ম্যাসে, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ।

jagonews24

উৎসবে পরিবেশন করা মালয়েশিয়ার খাবারের মধ্যে রয়েছে নাসি গোরেং, নাসি লেমাক, কেরাবু লাউটান, সাম্বাল কিকাপ সোটং বাকার, উদাং হারিমাউ সাম্বাল পেটাই, উদং মাসাক লাদা হিতামালং ইত্যাদি। এছাড়া মাংস খেতে পছন্দ করেন এমন খাদ্য রসিকদের জন্য খাঁটি মালয়েশিয়ান কেরাবু আয়াম ক্যারিক দাউন সেলোম, সাম্বাল, বিলিস তুম্বুক সিলি আপি, সাতে আয়াম, গরুর মাংসের বেরসামা কুয়া কাকাং, তিমুন, বাওয়াং, নাসি ইম্পিটসহ আরও অনেক মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছে।

মিষ্টিপ্রেমীদের সন্তুষ্ট করতে এ উৎসবে থাকছে পেঙ্গাট কেলেদেক মেরাহ, বুবুর কাকাং হিজাউ, পেঙ্গাট পিসাংসহ আরও অনেক কিছুর। উৎসব চলাকালে যেসব অতিথিরা গার্ডেন কিচেনে খাবার খাবেন (শুধু রাতের খাবার) তারা মালয়েশিয়ায় ও সেখান থেকে ফেরত বিমানের টিকিট জেতার সুযোগ পাবেন। এমনকি, তারা মালয়েশিয়ার শেরাটন ইম্পেরিয়াল কুয়ালালামপুরে প্রাতঃরাশের সঙ্গে এক রাত থাকার সুযোগ পাবেন।

বুফে ডিনারের দাম জনপ্রতি ৮ হাজার ৫০০ টাকা ও ২০ এর অধিক ব্যাংক কার্ড ব্যবহার করে একটি কিনলে আরেকটি ফ্রি অফার পাওয়া যাবে। অতিথিরা বিস্তারিত জানতে ও যাওয়ার আগে দ্য গার্ডেন কিচেন রেস্টুরেন্টে +৮৮০১৩১৩৭০৯০৯৯ ও +৮৮০১৭৯৯৯৮৭৫৪৪ নম্বরে কল করে রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে পারেন।

আইএইচআর/এসএএইচ