কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ১ নম্বর লাইনের ওপর পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি কমলাপুর রেলস্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে ট্রেন প্লেস করার সময় কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
কাজী আল আমীন/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
- ২ তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
- ৩ ২৮ বিয়ের অভিযোগ ভিত্তিহীন: অভিনেত্রী স্বর্ণা
- ৪ পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি
- ৫ নির্যাতনের অভিযোগে উপদেষ্টার ছেলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা