ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘দেশে এখন অর্থপাচার ইন্ডাস্ট্রি করা উচিত’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৪ আগস্ট ২০২৩

‘অর্থপাচারের কারণে দেশের বাইরে সম্মান পাওয়া যায় না। বিদেশিরা আমাদের নেতিবাচকভাবে দেখে। কদিন আগে দেখলাম একটা গ্রুপ দেশে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন যেহেতু অর্থপাচারকারীদের কোনো কিছু (শাস্তি) হচ্ছে না, তাই এরকম একটা খাত বের করা উচিত, যে খাতের নাম হবে অর্থপাচার ইন্ডাস্ট্রি।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সেমিনারে প্যানেল আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের আমদানি বিকল্প শিল্প: প্রেক্ষিত হালকা-প্রকৌশল খাত’ শীর্ষক সেমিনারটি হয়।

আরও পড়ুন: দুদক চাইলে এস আলমের অর্থপাচার নিয়ে ‘যা করার করবো’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

নির্ধারিত আলোচনায় আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে। টাকা পাচারে জড়িতদের কিছু হচ্ছে না। তাই অর্থপাচারের একটি খাত ‘অর্থপাচার ইন্ডাস্ট্রি’ নাম দেওয়া উচিত।

এসময় তিনি ক্ষোভ জানিয়ে বলেন, এখন বিদেশে গেলে আমাদের লজ্জা লাগে, অবহেলার শিকার হতে হয়। বিভিন্ন কথা বলা হয়।

আরও পড়ুন: ‘অর্থপাচার গোটা অর্থনীতিতে ধস নামিয়ে দিচ্ছে’

মনোয়ার হোসেন বলেন, আজ বাংলাদেশ যে অবস্থানে এসেছে এখানে ব্যবসায়ীদের অবদান রয়েছে। আমাদের মতো ব্যবসায়ী ছাড়া এমন অবস্থানে আসতো না। যে লক্ষ্য সেখানে পৌঁছাতে ব্যবসায়ীদের অবিশ্বাস করলে হবে না। আমাদের বিশ্বাস করতে হবে, এটা করা না হলে অনেক দেরি হয়ে যাবে।

তৈরি পোশাক খাতের পাশাপাশি সম্ভাবনাময় অন্যান্য খাতের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান
এই ব্যবসায়ী।

ইএআর/জেডএইচ/জেআইএম