চন্দ্রজয়ে মোদী ও ভারতবাসীকে শেখ হাসিনার অভিনন্দন
সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে মহাকাশযান চন্দ্রযান-৩ অবতরণ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণকে চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণ উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। ভারতকে বিশ্বের চতুর্থ রাষ্ট্র হিসেবে চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণ করানোর সাফল্যের জন্য তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।
আরও পড়ুন>> চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ, ইতিহাস গড়লো ভারতের চন্দ্রযান-৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় আরও জানান, এ ঐতিহাসিক অর্জনে বাংলাদেশও ভারতের সঙ্গে আনন্দ করছে, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।
আইএইচআর/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, খেলনা পিস্তল ঠেকান ম্যানেজারকে
- ২ উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল
- ৩ ডাকাতদের বয়স ২১-৩০, এখনো বের হননি জিম্মি ব্যাংক কর্মকর্তারা
- ৪ হজযাত্রী সমন্বয় ও লিড এজেন্সি নির্ধারণের সময় বেঁধে দিল মন্ত্রণালয়
- ৫ ‘কমিশনের সুপারিশ ক্যাডার সার্ভিসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে’