মৌলভীবাজারে পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান
মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে পুলিশ। ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযান চালাচ্ছে সিটিটিসির সোয়াট টিম।
শনিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া থানা সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চলছে।
শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাড়িটিতে ৪ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম।
মুহিবুল ইসলাম আরও জানান, দেড় থেকে দুই মাস আগে একটি পরিবার টাট্টিউলি গ্রামের ওই টিলায় অবস্থান নেয়। তাদের চলাফেরা খুব সন্দেহজনক ছিল। পরে পুলিশের মাধ্যমে জানা যায় তারা ক্রিমিনাল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘটনার বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।
আরএসএম/এসএনআর/এএসএম