ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পেশায় চালক হলেও আড়ালে বিদেশি মদের কারবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১০ আগস্ট ২০২৩

রাজধানীর গুলশান এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি পেশায় একজন চালক হলেও এর আড়ালেই করেন বিদেশি মদের ব্যবসা। রোববার (৯ আগস্ট) রাতে ৪৬৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতারের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জিপ জব্দ করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ (২৬)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ।

পেশায় চালক হলেও আড়ালে বিদেশি মদের কারবার

তিনি বলেন, বুধবার (৯ আগস্ট) রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর গুলশান এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদসহ অবস্থানের তথ্য পায়। পরে ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডে নিকেতন ২ নম্বর গেটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মো. আব্দুল্লাহকে (২৬) গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ৪৬৬ লিটার বিদেশি মদ, একটি পাজেরো জিপ, একটি মোবাইলফোন, একটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

তিনি জানান, সে পেশায় একজন চালক। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ পরিবহন করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরএসএম/এমআইএইচএস/জেআইএম