ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজের কমানো খরচ ফিরিয়ে নিতে হাজিদের প্রতি আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৬ আগস্ট ২০২৩

সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা যেসব হাজি খাওয়া বাবদ ও হজ প্যাকেজের কমানো খরচসহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা এখনো ফেরত নেননি তাদের তা দ্রুত নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ১৪৪৪ হিজরী/২০২৩ সনের হজে সরকারি মাধ্যমের হাজিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা এখনো খাবার বাবদ ৩৫ হাজার এবং প্যাকেজ হ্রাসকৃত ১১ হাজার ৭২৫ টাকাসহ সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা পাননি তাদেরকে জরুরিভিত্তিতে নির্ধারিত ছক সঠিকভাবে পূরণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্রের সঙ্গে ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের ফটোকপি সংযুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৭ জুন চলতি বছরের হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেন।

দফায় দফায় সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমায় সরকার। খরচ কমায় সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার লেগেছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ মূল্য ছিল ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছিল, কোনো এজেন্সির ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা খরচ হবে।

তবে খাবার খরচ ও হজ প্যাকেজ কমানোর টাকা সৌদি আরবে যাওয়ার আগেই হজযাত্রীদের দিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো কোনো হজযাত্রী তা তখন নেননি।

আরএমএম/এসএনআর/এমএস