ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সফল, দাবি মেয়র তাপসের
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সফল বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (৩০ জুলাই) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মেয়র বলেন, অনেকে ঢালাওভাবে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেন। গত ২২ জুলাই থেকে দুই হাজারের ঊর্ধ্বে রোগী পাওয়া যাচ্ছে। ২২ তারিখে সারাদেশে দুই হাজার ২৪২ জন রোগী পাওয়া গেছে। সেখানে আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৫৫ জন রোগী আমরা চিহ্নিত করতে পেরেছি। ১৫৫ জনের ঠিকানায়, স্থাপনায় কার্যক্রম (ডেঙ্গু রোগীর আবাসস্থল ও তৎসংলগ্ন আশপাশের ৪০০ গজের মধ্যে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে) নেওয়া হয়েছে।
আরও পড়ুন>> একদিনে রেকর্ড ২৭৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ৮
তিনি বলেন, ২৩ জুলাই দেশব্যাপী রোগী ছিল দুই হাজার ২৯২ জন, সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২২ জন। ২৪ জুলাই সারাদেশে রোগী ছিল দুই হাজার ২৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ছিল ১৩৩ জন। ২৫ জুলাই সারাদেশে দুই হাজার ৪১৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২২ জন। ২৬ জুলাই সারাদেশে দুই হাজার ৬৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৩ জন। ২৭ জুলাই সারাদেশে দুই হাজার ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০০ জন।
মেয়র বলেন, আমাদের কার্যক্রম যে সফল হয়েছে, ঢাকাবাসী যে সুফল পাচ্ছে, এটি তারই নিদর্শন। আমরা এ পর্যায়ে আমাদের রোগীর সংখ্যা ১০০-১৫০ এর ঘরে রাখতে পেরেছি। এটা সম্ভব হয়েছে আমাদের সব কাউন্সিলরের নেতৃত্বে আমাদের কর্মীবাহিনী নিরলস পরিশ্রম করেন।
এমএমএ/ইএ/জিকেএস