মৈত্রী এক্সপ্রেস থেকে মদসহ ২৪ লাখ টাকার পণ্য জব্দ
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসে অভিযান চালিয়ে মদসহ প্রায় ২৪ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (২৬ জুলাই) শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক সানজিদা খানমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে অভিযান চালায় কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল টিম-৪। অভিযানে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেসে দু’টি স্টাফ রুমের আসনের নিচে এবং ফলস সিলিংয়ের ওপরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা কয়েকটি ব্যাগ তল্লাশি করে ১৬২ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এসময় সেখানে কাউকে পাওয়া যায়নি। এছাড়া ট্রেনের একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিস শাড়ি, ১৫ পিস ওয়ানপিস ও ১৬ কেজি কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে একটি তালাবদ্ধ রুম থেকে ২৭ লিটার ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৪ হাজার টাকা। আইনানুগ কার্যক্রম শেষে এসব পণ্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া করা হয়েছে।
এসএম/এমএএইচ/এএসএম