ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে কিশোরকে বলাৎকার: দোকানির যাবজ্জীবন

বিশেষ সংবাদদাতা | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৫ জুলাই ২০২৩

চট্টগ্রামে ১১ বছরের কিশোরকে বলাৎকারের ঘটনায় মো. জামাল (৫৫) নামে এক দোকানির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জামাল নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা চৌধুরীপাড়া সফর আলী বাড়ির মৃত ছালেহ নূরের ছেলে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, শিশু ধর্ষণের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. জামালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার বিচারকাজে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৯ বছরের শিশুকে বলাৎকার, পলাতক অভিযুক্ত

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ নভেম্বর নগরীর পতেঙ্গা থানার উত্তর মাইজপাড়া এলাকায় চিপস দেওয়ার কথা বলে ১১ বছরের এক শিশুকে দোকানের ভেতর নিয়ে বলাৎকার করেন জামাল। এতে বাসায় ফিরে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। দুইদিন পর শিশুটির পিতা পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। সেদিনই আসামি জামালকে গ্রেফতার করে পুলিশ। পরের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আসামি জামালের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম