ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৪ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেফতার পাঁচজন হলেন-সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। এ মামলায় মোট ১৫ জনকে গ্রেফতার করলো পুলিশ।

আরও পড়ুন> লজ্জা থাকলে এই কথা বলতেন না ডিএমপি কমিশনার: হিরো আলম

সোমবার (২৪ জুলাই) গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গত ১৮ জুলাই হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন> পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে হিরো আলম

শুরুতে বনানী থানা পুলিশ মামলার তদন্ত করলেও পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ মামলার তদন্তভার পায়।

১৭ জুলাই বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

টিটি/এসএনআর/জেআইএম