ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদযাত্রা

মতিঝিল এলাকায় গাড়ি কম, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৮ জুলাই ২০২৩

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল। এতে রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে যান চলাচল অনেকটা কমেছে।

তবে সকাল থেকে রাজধানীর মতিঝিলসহ আশেপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

jagonews24

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ মন দৃশ্য।

আরও পড়ুন> এটা পদযাত্রা নয় জয়যাত্রা, অবিলম্বে পদত্যাগ করুন: মির্জা ফখরুল 

এদিকে, দুপুর দেড়টা পর্যন্ত কোনো মিছিল-স্লোগান নিয়ে শাপলা চত্বর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বা অন্য কোনো দলের পদযাত্রা দেখা যায়নি।

শুধু ব্যাংক পাড়ার নিয়মিত কার্যক্রম ঢিলেঢালাভাবে চলছে। মানুষের আনাগোনাও অনেকটা কম মনে হয়েছে। সবকিছু চলছে ঢিলেঢালা ভাবে।

তবে রাস্তায় গাড়ি না থাকায় অনেকে অস্বস্তিতে পড়েন। আবার মতিঝিল থেকে ঢাকার বিভিন্ন প্রান্তে যাওয়ার গাড়িও মিলছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর।

jagonews24

সকাল থেকেই ওই এলাকার সড়কগুলোতে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা যায়, তবে সংখ্যায় কম। ব্যক্তিগত গাড়ির চলাচলও অনেকটাই কম।

আরও পড়ুন> সরকার ভোট ডাকাতির নির্বাচন করার ফন্দি এটেছে: সাকি 

সেখানে শারমিন আক্তার নামের এক নারী বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও ফার্মগেটের কোনো বাস আসতে দেখিনি। রাস্তাঘাট বেশ ফাঁকা। এখানে আসার সময়ও কিছুটা ভোগান্তি হয়েছে।

এদিকে, মতিঝিল এলাকায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা জানান, দুপুর পর্যন্ত মতিঝিল এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী।

এনএইচ/এসএনআর/জিকেএস