দোহাজারী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত আওয়ামী লীগের লোকমান
চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী লোকমান হাকিম। তিনি নৌকা প্রতীক নিয়ে ১৯ হাজার ১০৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৯ ভোট। নির্বাচনে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম পেয়েছেন ১ হাজার ৯৭৯ ভোট।
জানা গেছে, ২০১৭ সালের ১১ মে দোহাজারী পৌরসভা গঠন করে স্থানীয় সরকার বিভাগ। কিন্তু সীমানা নির্ধারণ জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন হয়নি পৌরসভাটিতে। প্রায় সাত বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভাটিতে ৩৩ হাজার ৫৮৬ জন ভোটার রয়েছেন। ১৭ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ৯ ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার আনারস প্রতীকে ১৭৬০ ভোট, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম চশমা প্রতীকে ২৮৩৫ ভোট এবং সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু চশমা প্রতীকে ২১০৫ ভোট পেয়ে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তাছাড়া সাধারণ ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ পাঞ্জাবি প্রতীকে ৯৫৭ ভোট, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহ আলম ব্ল্যাকবোর্ড প্রতীকে ৮২০ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম উটপাখি প্রতীকে ১ হাজার ৭৪ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন পাঞ্জাবি প্রতীকে ৪৩৯ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিস টেবিল ল্যাম্প প্রতীকে ৮৯৬ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মহিউদ্দীন ডালিম প্রতীকে ৮৭২ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে মোহম্মদ আলমগীর গাজর প্রতীকে ১ হাজার ১৬ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে চিত্ত রঞ্জন বিশ্বাস উটপাখি প্রতীকে ৪৪৩ ভোট এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন টেবিল ল্যাম্প প্রতীকে ৬৫৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দেন।
এমডিআইএইচ/এমআইএইচএস