ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৬ এএম, ১৭ জুলাই ২০২৩

সকাল ৮টায় শুরু হয়েছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। তবে সকাল ১০টা পর্যন্তও ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ঘুরে কোথাও চোখে পড়েনি ভোটারের লম্বা লাইন। প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে।

এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিতুমীর কলেজের এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ভোটকেন্দ্রের (৮৪ নম্বর) চারটি কক্ষে মাত্র ২৫টি ভোট পড়েছে। অথচ সেখানে ভোটার ১৯শ এর বেশি।

আরও পড়ুন: এক ঘণ্টায় ১৬ ভোট

সাড়ে ৯টা পর্যন্ত এক নম্বর কক্ষে ৭টা, দুই নম্বর কক্ষে ৩টা, তিন নম্বর কক্ষে ৬টা, চার নম্বর কক্ষে মাত্র ৯টা ভোট পড়েছে বলে জানিয়েছেন পোলিং এজেন্টরা।

‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. মেহেদী হাসান জাগো নিউজকে জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়লে হয়তো বাড়বে।

আরও পড়ুন: ‘ভোটার শূন্য’ তিতুমীর কলেজ কেন্দ্রে

একই চিত্র গুলশান মডেল স্কুল ও কলেজের পাঁচটি কক্ষে। সেখানকার প্রতিটি কক্ষই ভোটার শূন্য। ৬৫ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৩৯ জন ভোটার থাকলেও এক ঘণ্টায় সাতটি ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল্লাহ উমর নাছির।

‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’

৬৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. লতিফ সরকার বলেন, সকাল সকাল তো, তাই ভোটার সংখ্যা কম। গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবেন।

এসইউজে/জেডএইচ/জেআইএম