ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজামীর রায়ের কপি ট্রাইব্যুনালে

প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৫ মার্চ ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর করা মৃত্যুদণ্ড বহাল রাখা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। মঙ্গলবার ৬টা ৫০ মিনিটের দিকে রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছায়। ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে ।

এর আগে নিজামীর করা আপিলে মৃত্যুদণ্ড বহাল রাখা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের সূত্র মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

একাত্তরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নে ভূমিকা রাখাসহ তিন অভিযোগে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ জনাকীর্ণ আদালতে জামায়াতের এ শীর্ষ নেতার বিষয়ে রায়ের সংক্ষিপ্ত অংশ প্রকাশ করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি ষষ্ঠ মামলা, যার চূড়ান্ত রায় হল। এর আগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আনা আরো ৫টি মামলা আপিলে নিস্পত্তি হয়েছে।

এফএইচ/এআরএস/এবিএস

আরও পড়ুন