সংসদে বিল পাস
পরিবেশ ও নৈতিকতা পরিপন্থি শিল্প-নকশা মালিকানা স্বত্ব পাবে না
জনশৃঙ্খলা, পরিবেশ ও নৈতিকতা পরিপন্থি এবং জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনো শিল্প-নকশা মালিকানা স্বত্ব পাবে না। এমন বিধান রেখে বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদে ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল ২০২৩’ পাস হয়েছে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। ‘দ্য পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ১৯১১’ রহিত করে নতুন এই আইন করা হচ্ছে।
বিলে বলা হয়েছে, শিল্প-নকশার নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধনের মেয়াদ প্রতি পাঁচ বছর পর পর সর্বোচ্চ তিনবার নবায়ন করা যাবে।
বিদ্যমান আইনে ডিজাইন এবং ট্রেডমার্ক রেজিস্ট্রার অধিদপ্তর ছিল, প্রস্তাবিত আইনেও সেটা বহাল থাকবে। এই অধিদপ্তরের অধীনে একটি শিল্প ইউনিট থাকবে। এই আইনের অধীনে শিল্প-নকশা নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম হবে।
আইএইচআর/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৩ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ৪ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
- ৫ বাড্ডায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু