ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদ্যগুদামে দুই নিরাপত্তারক্ষীর মারামারি, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৬ জুলাই ২০২৩

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট খাদ্যগুদামে দুই নিরাপত্তারক্ষীর মধ্যে মারামারিতে ওসমান গনি (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওসমান দেওয়ানহাট সরকারি কোয়ার্টারে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ান হাট সিএসডিতে (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) দুই সিকিউরিটি গার্ডের মধ্যে মারামারিতে মৃত্যু হয়। এতে দুইজন মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় আঘাত পেয়ে ওসমান গণি অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই কলিম উল্লাহ জাগো নিউজকে বলেন, কথা কাটাকাটির জেরে আরেক সিকিউরিটি গার্ডের হামলায় ওসমান গনি মাথায় আঘাত পান। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখন চমেক মর্গে আছে বলে জানান তিনি।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জাগো নিউজকে বলেন, দেওয়ান খাদ্যগুদামে দুই সিকিউরিটি গার্ডের মধ্যে মারামারি হয়েছে। এতে একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল করা হচ্ছে।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম