কোরআন পোড়ানোর ঘটনা
ঢাকায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে প্রতিবাদ
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন> কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, ‘এর অবমাননা অপরাধ’
গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে এক দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়।
আরও পড়ুন> সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দা-বিক্ষোভ
এর আগেও সুইডেনে রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কায় লাখ লাখ মুসলমান হজ পালন করেন।
আইএইচআর/এসএনআর/জেআইএম