ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদের দিনে বৃষ্টিতে ফাঁকা ঢাকার সড়ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১২ এএম, ২৯ জুন ২০২৩

আজ পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। একেতে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অনেকেই ঢাকা ছেড়েছেন, এর ওপর আবার বৈরী আবহাওয়া। সবমিলিয়ে রাজধানী ঢাকার রাস্তা এখন ফাঁকা। সড়কগুলোতে নেই জটলা, নেই গাড়ির হর্ন। যেন এক নীরব শহরে নগরবাসীর প্রশান্তি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে বেশি যানবাহন না থাকলেও রিকশা ও সিএনজি অটোরিকশা মিলছে প্রয়োজন মতোই। রাস্তায় দুই-একটি বাস থাকলেও যাত্রী পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: বৃষ্টির বাগড়ায় পশু কোরবানিতে বিপত্তি

রাজধানীর কমলাপুর, সদা ব্যস্ত এ এলাকার সড়কে গতকাল পর্যন্ত ছিল হাটে আসা ক্রেতা এবং ঘরমুখো মানুষের চলাচল। তবে আজ ভোর হতেই পাল্টে গেছে দৃশ্য। এখন আর নেই পশুর হাটের ব্যাপারিদের হাঁকডাক, নেই ঘরমুখো মানুষের বাড়ি ফেরার তাড়া। কয়েকটি রিকশা, সিএনজি অটোরিকশা আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোনো যানবাহন।

একই অবস্থা দেখা গেছে ধোলাইপাড়, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা। তবে বেলা বাড়লে মানুষের যাতায়াত কিছুটা বাড়তে পারে। এসব এলাকায় গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নগরজুড়ে চলছে ছুটির আমেজ।

আরও পড়ুন: মহল্লায় মহল্লায় চলছে পশু কোরবানি

সিএনজি অটোরিকশাচালক আব্দুল আলিম জাগো নিউজকে বলেন, ঈদে রাস্তা ফাঁকা থাকে, ভাবলাম যেহেতু কোরবানি দিতে পারি না একটু গাড়ি নিয়ে নামি। সকালে একটা ট্রিপ দিয়েছি। ঈদের নামাজে বায়তুল মোকাররমে যাত্রী নিয়ে গিয়েছি। পরে আবার আরেক যাত্রী নিয়ে ধোলাইপাড় আসলাম। এখন তো যাত্রী দেখছি না। ভাড়া কম হলেও যানজট না থাকায় তেমন সমস্যা হয় না। তবে মানুষের মাংস কাটা শেষ হলে আবার ভিড় বাড়বে, অনেকে দূরে আত্মীয়-স্বজনদের মাংস দিতে যায়।

আইএইচআর/কেএসআর/এএসএম