ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গভর্নরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে মুহিতের নালিশ

প্রকাশিত: ০৭:৩৮ এএম, ১৪ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এই নালিশ জানান বলে সূত্রের খবর। তবে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী গভর্নরের ব্যাপারে কোন নির্দেশনা দিয়েছেন কি না তা জানা যায়নি।

সোমবার সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র বলছে, প্রধানমন্ত্রীর পাশেই বসা ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় তিনি প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনাটি সংক্ষেপে তুলে ধরেন। মুহিত বলেন, এখানে তাদের যেমন ক্রুটি আছে, অন্যদিকে,এতো বড় ঘটনা তারা আমাকে বা আমার সচিব কাউকে জানাতে চায়নি। আমরা সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছি।

তিনি বলেন, আতিউরের (ড. আতিউর রহমান) কাছ থেকে এমন লুকোচুরি প্রত্যাশিত না। এটি করা তার মোটেও ঠিক হয়নি।

বৈঠক সূত্র বলছে, এরপর আর বিষয়টি তেমন এগিয়ে যায়নি। মন্ত্রিসভার অন্য কেউ বিষয়টি নিয়ে কথাও বলেননি।

এদিকে, বৈঠক থেকে বেরিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, শিগগিরই ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন দেখতে পারবেন। আর গভর্নর দেশে ফিরলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বড় অংকের অর্থ চুরি হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক দীর্ঘ সময় সেটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এমনকি বিষয়টি অর্থমন্ত্রী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব কাউকে জানাননি।

এসএ/জেএইচ/এআরএস/আরআইপি