ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৯ জুন ২০২৩

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার একজন ও পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদরদপ্তর থেকে হাসান মো. শওকত আলীকে বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার ফারহাত আহমেদকে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

টিটি/এমকেআর/এএসএম