ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিশুকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১১ জুন ২০২৩

চট্টগ্রামে এক শিশুকে মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল শওকতকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার (১১ জুন) বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ কনস্টেবল শওকতের বরখাস্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, শিশু মারধরের ঘটনায় পুলিশ সদস্য শওকতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী কমিশনার (পরিবহন) শাখাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেবেন। এরপর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিগারেট মুখে নিয়ে এক শিশুকে মারধর করছিলেন পুলিশ কনস্টেবল শওকত। একপর্যায়ে শিশু মারধরের দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করেন স্থানীয় ফটো সাংবাদিক আবু সাঈদ মোহাম্মদ তামান্না। ঘটনাটি বেলা ১১টার দিকে নগরীর টাইগার পাস মোড়ে ঘটলেও দুপুর ২টার কিছু সময় আগে শিশুকে মারধরের ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন ওই সাংবাদিক।

এরপর ভিটিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। ৫ ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ ভিউ হয় ভিডিওটি। একপর্যায়ে ভিডিওটি সিএমপির নজরে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুকে মারধরকারী পুলিশ সদস্য শওকত নগর পুলিশের পরিবহন বিভাগের রেকার চালক হিসেবে কর্মরত। রোববার সকালে তিনি টাইগারপাস এলাকায় ডিউটি করছিলেন। আর মারধরের শিকার ভুক্তভোগী শিশুর নাম বাবু।

ভিডিও ধারণকারী ওই সাংবাদিক জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে বহদ্দার মোড়ে যাওয়ার পথে সহকর্মীর জন্য টাইগার পাস মোড়ে অপেক্ষা করছিলাম। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে মোড়ের পুলিশ বক্সের পাশের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম, একটি শিশুকে বেধড়ক মারধর করছেন এক পুলিশ সদস্য। আমি মোবাইল ফোনে সে ঘটনার ভিডিওটি ধারণ করি।

তিনি বলেন, একপর্যায়ে শিশুকে মেরে ফেলার উপক্রম হলে আমি পুলিশ সদস্যকে ডাক দিয়ে শিশুটিকে মারার কারণ জিজ্ঞেস করি। এরপর তিনি শিশুটিকে ছেড়ে দেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/জিকেএস