ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ওয়ারীতে মধ্যরাতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৭ জুন ২০২৩

রাজধানীর ওয়ারীতে টিপু সুলতান রোডে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (৭ জুন) ভোরে জাগো নিউজকে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার।

তিনি জানান, মঙ্গলবার (৬ জুন) রাত ২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। রাস্তার মধ্যে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিতাস কর্তৃপক্ষ এসে লাইনে গ্যাসের সরবরাহ বন্ধ না করা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক বেগ পেতে হয়েছে। প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরএসএম/এমকেআর/এমএস