বৃক্ষমেলায় এক বনসাইয়ের দাম ৭ লাখ টাকা
রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা ২০২৩। আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠে ৫ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ জুলাই পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মেলায় এসেছে নানা প্রজাতির গাছ। তবে মেলায় নজর কাড়ছে বরিশাল নার্সারির একটি বটের বনসাই গাছ। পঞ্চাশোর্ধ্ব গাছটির দাম ধরা হয়েছে ৭ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জুন) আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষমেলায় সরেজমিনে এ চিত্র চোখে পড়ে।
বরিশাল নার্সারির স্টলের দায়িত্বে থাকা মো. সেলিম আহমেদ বলেন, ১৫ বছর আগে বনসাইটি আমরা আমদানি করে নিয়ে আসি। এরপর দেশেই রক্ষণাবেক্ষণ করি। গাছটির বয়স পঞ্চাশ বছরেরও বেশি।
মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ বছর মেলায় ৭৩টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের নার্সারি, বাগানি ও এ সম্পর্কিত পণ্য বিক্রেতাদের সুযোগ দেওয়া হয়েছে। মেলার স্টলগুলোর সাজসজ্জাতেও রয়েছে দারুণ কারুশৈলী। স্টলগুলো দেখলে মনে হবে, দারুণ ছোট একটি বাগান। দুইপাশে সুন্দর সুন্দর গাছ, মাঝ দিয়ে হাঁটার জন্য রাস্তা।
বনসাই ছাড়াও মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড, মৌসুমি ফল, দেশি-বিদেশি ফুল, জৈব সার, আধুনিক সেচ পদ্ধতির যন্ত্রপাতিসহ অনেককিছু। এছাড়াও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আমাজান লিলি।
মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আমাজান লিলি/ ছবি- জাগো নিউজ
ক্যাকটাস ও ইনডোর প্ল্যান্ট প্রেমীদের জন্যও বৃক্ষমেলা একটি অপূর্ব মিলনমেলা। প্রতিটি স্টলেই রয়েছে নানা প্রজাতির ক্যাকটাস। পাশাপাশি ইনডোর প্ল্যান্ট ডেকোরেশনের জন্যও রয়েছে ভিন্ন ভিন্ন স্টল।
অফিস ডেস্কে কিছুটা সবুজের ছোঁয়া রাখতে চাইলেও মেলায় পাওয়া যাচ্ছে ব্যবহার উপযোগী বাঁশের টব। শহরের ছাদবাগানিদের জন্য বৃক্ষমেলায় রয়েছে প্রয়োজনীয় সবকিছু। জৈব সার থেকে শুরু করে ছাদে গাছের স্বয়ংক্রিয় সেচের জন্য প্রয়োজনীয় সামগ্রীর স্টলও রয়েছে মেলায়।
তীব্র দাবদাহে সকাল থেকে দুপুর পর্যন্ত মেলায় দর্শনার্থী ও ক্রেতা কম থাকলেও বিকেল গড়াতেই বাড়ে মানুষের সংখ্যা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলায় আসতে পারবেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশের জন্য লাগবে না কোনো টিকিট।
তাসনিম আহমেদ তানিম/কেএসআর/এএসএম