ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘সার্ভেয়ার’ নিয়োগ নিয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৫ জুন ২০২৩

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছে টাকার বিনিময়ে ‘সার্ভেয়ার’ পদে চাকরির নিশ্চয়তা দিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে এক শ্রেণির অসাধু ব্যক্তি। এ ফাঁদে পা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়।

সোমবার (৫ জুন) এক সতর্কতামূলক গণবিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে গত ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের (মোবাইল নম্বর: ০১৮১৯৬৯৮১২৮) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

আরএমএম/এমআরএম/এএসএম