ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাঁচ তলার ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৫ জুন ২০২৩

রাজধানীর শনিরআখড়া জাপানি বাজার এলাকার ছয় নম্বর রোডের একটি বাসার পাঁচ তলার ছাদে পানি দেওয়ার সময় পড়ে গিয়ে মোহাম্মদ শহিদুল শিকদার (৫০) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ঘটে এ ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই শামীম জানান, আমার ভাই শনিরআখড়া জাপানি বাজারে ৬ নম্বর রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত। সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসার পাঁচ তলার ছাদে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস