ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সীতাকুণ্ডে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৪ জুন ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২ জুন) চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড থানার দক্ষিণ সোনাইছড়ি এলাকার একটি তেলের ডিপো থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলমগীল হোসেন পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় থানার উত্তর লাম্পুপাড়া গ্রামের জসীম উদ্দিনের ছেলে।

শনিবার (৩ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ জানায়, উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার একটি তেলের ডিপোতে অবৈধ উপায়ে বিক্রির উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুত করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে দুই ট্রাক থেকে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়। জব্দ করা চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, আলমগীর হোসেনসহ আরও কয়েকজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে।

এমডিআইএইচ/এমএএইচ/