রাজধানীতে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর বিষপান
রাজধানীর কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে কলহরে জেরে মোছা. তমা আক্তার (২২) নামে এক গৃহবধূ কিটনাশক পানে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের চাচা মো. রবিউল ইসলাম জানান, তমার স্বামী হৃদয় লেগুনার চালক। বিকেলে স্বামীর সঙ্গে কলহের জেরে অভিমান করে তমা ঘরে থাকা কিটনাশক পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে তমাকে নির্যাতন করে মারা হতে পারে বলেও অভিযোগ করেন রবিউল ইসলাম।
তিনি আরও জানান, নিহত তমা কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে। কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন। তাদের একটি মেয়ে রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় তমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেএজেডআইএ/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কমিশনের খসড়া সুপারিশ: আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
- ২ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা
- ৩ পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম
- ৪ লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা
- ৫ গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ