ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউএস-বাংলার আরও ১১ পাইলট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৮ মে ২০২৩

আগামী ৩০ মে প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাচ্ছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাডেট পাইলটদের দ্বিতীয় ব্যাচের ১১ জন। তারা ফ্লোরিডার এপিক ফ্লাইং একাডেমিতে ফ্লাইট ট্রেনিং কোর্স করবেন। কোর্স শেষ করে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) প্রাপ্ত হবেন প্রশিক্ষণার্থীরা। সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন তারা।

রোববার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে ক্যাডেট পাইলটদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে প্রেরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ক্যাডেট পাইলটদের প্রথম ব্যাচের ১০ জন প্রশিক্ষণার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে এপিক ফ্লাইং একাডেমিতে ফ্লাইট ট্রেনিং কোর্স শুরু করেছেন।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা জানান, ক্যাডেট পাইলটদের মতো অ্যাভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ফ্লাইট ট্রেনিং কোর্সের মাধ্যমে একজন পাইলট প্রশিক্ষণার্থীর স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষায় থাকবে ইউএস-বাংলা। সেই সঙ্গে অ্যাভিয়েশনে দক্ষ জনশক্তি তৈরিতে ইতিহাস সৃষ্টি করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এখন ইউএস-বাংলায় ২ হাজার ৫০০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যার মধ্যে ১৯০ জনের অধিক দেশি-বিদেশি পাইলট রয়েছেন।

আরও পড়ুন>> ১৫ বছরে অ্যাভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ: প্রতিমন্ত্রী

ক্যাডেট পাইলট প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ফ্লোরিডা যাওয়ার পূর্বে এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা। প্রায় এক দশক যাবৎ বাংলাদেশ অ্যাভিয়েশন তথা বিশ্বের আকাশ পরিবহন সংস্থাকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। দেশের মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ পাইলট, ইঞ্জনিয়ারসহ টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মী তৈরি করছে, যার মাধ্যমে দেশের আকাশ পরিবহন লাভবান হচ্ছে। অগ্রসরমান বাংলাদেশের অ্যাভিয়েশন খাত।

তিনি আরও জানান, অ্যাভিয়েশন সেক্টরের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পাইলট সংকটে পতিত হচ্ছে বিশ্বের প্রায় সব বিমান সংস্থা। আর এ সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স অত্যন্ত দক্ষ ও সাহসিকতার সহিত ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে পাইলট তৈরির উদ্যোগ নিয়েছে।

এমএমএ/ইএ/জিকেএস