সাগরে আগুনে পুড়লো নৌযান
চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে একটি নৌযানে আগুন লেগেছে। নৌযানটিতে তেলের ড্রাম ছিল বলে জানা গেছে। শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতারবার্তায় অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। এতে বলা হয়, মুহুরী-২ এর কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে আগুন লেগেছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, আগুন লাগা নৌযানটি থেকে তিনজন অন্য একটি নৌকায় পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন, ওই নৌযানে পাঁচজন ছিলেন। তারা আরেকটি নৌকায় উঠেছেন।
বিএ