ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবৈধ স্কিন ক্রিম বিক্রি: নিউমার্কেট এলাকায় দুই দোকানের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৫ মে ২০২৩

অবৈধ স্কিন ক্রিম বিক্রি করার দায়ে নিউমার্কেট এলাকার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বৃহস্প্রতিবার (২৫ মে) ওই এলাকায় অভিযান চালায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওই এলাকার ইসমাইল ম্যানশন সুপার মার্কেটের ছয়টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুটি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অবৈধ স্কিন ক্রিম বিক্রি: নিউমার্কেট এলাকায় দুই দোকানের নামে মামলা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য স্কিন ক্রিম (ব্র্যান্ড গৌরী, চাঁদনি, নিউ ফেস, ড. রাসেল, ফেসফ্রেশ, নূর গোল্ড, ডিউ, ফ্রেশ অ্যান্ড হোয়াইট, হোয়াইট ফেস) বিক্রয় ও বাজারজাতকরণ এবং এ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে মনির বিউটি কনসেপ্টকে টাকা ১০ হাজার টাকা জরিমানা এবং প্রিয়া বিউটি কনসেপ্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় অবৈধ স্কিন ক্রিম পণ্যসমূহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম