চুরির মামলা নিতে চান না অনেক ওসি: হারুন
অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চুরির মামলা নিতে চান না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ‘মোটরসাইকেল হারালে মামলার কপি নিয়ে ডিবি অফিসে আসুন’
তিনি বলেন, অনেক থানার ওসি মনে করেন, চুরির মামলা নিলে খুঁজতে হবে, কষ্ট করতে হবে। এ কারণে অনেকে মামলা নিতে চান না। তবে আবার অনেকে (ওসি) কষ্টও করছেন। আবার মোটরসাইকেল চুরি হলে অনেক ভুক্তভোগী মামলার পরিবর্তে জিডি করেন।
হারুন অর রশীদ আরও বলেন, তাই আমি বলবো মোটরসাইকেল চুরি হলে জিডি না করে মামলা করতে। থানায় মামলা নিতে না চাইলে গোয়েন্দা কার্যালয়ে এলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
টিটি/এমআরএম/এএসএম