ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজের পিস্তলের গুলিতে প্রাণ গেলো কনস্টেবল রনির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৫ মে ২০২৩

রাজধানীর বনানী এলাকায় নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন পুলিশের এক কনস্টেবল। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন। কনস্টেবলের নাম আশরাফ উজ জামান রনি (২২)।

পুলিশ জানায়, সকালে ডিউটি করতে গিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি নিজেই আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ট্যুরিস্ট পুলিশের ইন-হাউজ প্রশিক্ষণ ও সনদ বিতরণ

তিনি বলেন, বনানী ১১ নম্বরে চেকপোস্টে তার ডিউটি ছিল। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।

ওসি আরও জানান, সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জন: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্ত করে কারণ বের করা হবে বলেও জানান ওসি।

টিটি/এমএইচআর/এএসএম