এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে ১৫ জুন থেকে ভ্রাম্যমাণ আদালত
এডিস মশা নিয়ন্ত্রণে আগামী ১৫ জুন থেকে ৪ মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার (২৩ মে) নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ডিএসসিসি এলাকায় এডিস মশা বাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় আগামী ১৫ জুলাই থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।
সভায় করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এসময় তিনি চলতি বছর এ পর্যন্ত শনাক্ত করা মোট ১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএসসিসি এলাকার রোগীর সংখ্যা ২৩২ জন বলে জানান। যা ১৬ শতাংশেরও কম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। এছাড়া সভায় রেলওয়ের ঢাকা ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন দাস, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. হাসান ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার প্রমুখ এডিস নিয়ন্ত্রণে তাদের নিজ নিজ সংস্থা কর্তৃক গৃহিত কার্যক্রম ও মতামত তুলে ধরেন।
এমএমএ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মহাকাশে এলিয়েন দেখিনি, ব্যাটমান-স্পাইডারম্যান দেখেছি
- ২ কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ৩ বিজয় দিবসে কোস্ট গার্ডের ৭ জাহাজ ঘুরে দেখলেন সাধারণ মানুষ
- ৪ ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা
- ৫ বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাক্ষাৎ