ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাতারবাড়িতে এলো ৬২৫০০ টন কয়লাবাহী দ্বিতীয় জাহাজ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৯ মে ২০২৩

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের বহির্নোঙরে ভিড়েছে সাড়ে ৬২ হাজার টন কয়লাবাহী দ্বিতীয় জাহাজ। শুক্রবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় ‘এমভি ওয়াইএম এন্ডেভার’ নামে জাহাজটি কোল পাওয়ার টার্মিনালে বার্থিং করে।

হংকংয়ের পতাকাবাহী জাহাজটি ৬২ হাজার ৫০০ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার পেদাং বন্দর থেকে মাতারবাড়িতে আসে। চট্টগ্রাম বন্দরের পাইলটরা ২২৯ মিটার দৈর্ঘ্যের ও সাড়ে ১২ মিটার গভীরতার জাহাজটি নিরাপদে কোল পাওয়ার টার্মিনালে বার্থিং করে বলে জানিয়েছেন বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম।

আরও পড়ুন>> দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়লো মাতারবাড়ীতে

এর আগে গত ২৫ এপ্রিল ৬৭ হাজার টন কয়লা নিয়ে প্রথম জাহাজ হিসেবে ‘এমভি অউসো মারো’ মাতারবাড়ি কোল পাওয়ার টার্মিনালে ভেড়ে। কয়লা খালাসের পর গত ৭ মে ওই জাহাজটি মাতারবাড়ি ছেড়ে যায়।

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম