ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইমোতে পরিচয়, বেড়াতে নিয়ে ছুরিকাঘাত করে যুবকের টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৯ মে ২০২৩

এক নারীর সঙ্গে ইমোতে পরিচয় সালাউদ্দিনের। এরপর তারা কক্সবাজার বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য একটি গাড়ি ভাড়া করেন ওই নারী। এভাবেই ফাঁদ পাতেন তিনি। আর সেই ফাঁদে পা দিয়ে ছিনতাইয়ের কবলে পড়েন সালাউদ্দিন। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। পুলিশ বলছে, ওই নারী ছিনতাইকারী দলের সদস্য।

এ ঘটনায় চট্টগ্রামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তারা

গ্রেফতাররা হলেন মো. ইমরান হোসেন ইমন ওরফে ক্যারেট ইমন (২৩), মো. সজীব (২৩), মো. ইমাম উদ্দিন রিপন (২৪) এবং আফরোজা আক্তার রিতু (২২)। এরমধ্যে রিপন গাড়িচালক। আর রিতু সেই নারী।

এদিকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি করোলা ফিল্টার ব্রান্ডের গাড়ি জব্দ করেছে পুলিশ। এছাড়া ছিনতাই করা ১৫ হাজার টাকার মধ্যে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় চুরি-ছিনতাই চলছেই

গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। এরপর বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতার রিতুর সঙ্গে ইমোতে সালাউদ্দিন নামে এক যুবকের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তারা দুজন কক্সবাজার বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেন। বেড়াতে যাওয়ার জন্য জব্দ গাড়িটি ভাড়া করেন রিতু। ১৬ মে অলংকার থেকে গাড়িতে করে রওয়ানা দেন রিতু ও সালাউদ্দিন। ওইদিন রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এ-ব্লকের মুখে আরাকান রোডে এলে গাড়িচালক ইমাম উদ্দিন রিপনসহ গ্রেফতার অন্য দুজন গাড়িতে উঠে সালাউদ্দিনের মুখ চেপে ধরেন। এরপর তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।

আরও পড়ুন: মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই করতেন অটোরিকশাচালক

ওসি খাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এক নারী ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়। রিতু লোকজনকে ফাঁদে ফেলে ছিনতাই করে থাকেন।

এমডিআইএইচ/জেডএইচ/এমএস