ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৭ এএম, ১২ মে ২০২৩

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

শুক্রবার (১২ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান সই করা সকাল সাড়ে ৮টার ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোখা শুক্রবার সকাল ৬টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখায় রূপ নিলো গভীর নিম্নচাপ, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘মোখা’ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ১৪৯ স্টেশন প্রস্তুত

গত সোমবার (৮ মে) সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। ওইদিন মধ্যরাতে এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যার পর সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং গতকাল বুধবার (১০ মে) সকালে তা গভীর নিম্নচাপে রূপ নেয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নেয়।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় দেশের উপকূলীয় জেলা-উপজেলাগুলোতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামে প্রায় ১৭ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে স্থায়ী ও অস্থায়ী মিলে ১ হাজার ৩০টি আশ্রয়কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে। যেখানে প্রায় পাঁচ লাখের বেশি মানুষকে দুর্যোগকালীন আশ্রয় দেওয়া যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: ‘মোখা’ সুপার সাইক্লোন হতে পারে, রোববার আঘাত হানতে পারে

গত বুধবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। এরপর এটি ১৩ মে (শনিবার) সন্ধ্যা থেকে ১৪ মে (রোববার) সকালের মধ্যে কক্সবাজার এবং মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় সবদিক থেকে সরকার প্রস্তুতি নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি জানমালের ক্ষয়ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারবো।

আরও পড়ুন: ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে ১৪৯টি ফায়ার স্টেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, মোখা মোকাবিলায় সরকার সব দিক থেকে প্রস্তুত রয়েছে। ফায়ার সার্ভিসের উপকূলবর্তী জেলাগুলোর ১৪৯টি ফায়ার স্টেশনও প্রস্তুত রয়েছে। এসব স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক রাখা হয়েছে।

এছাড়া বরিশালে ৫৪১টি, কক্সবাজারে ৫৭৬টি এবং পটুয়াখালীতে ৭৩০টি সাইক্লোন শেল্টার সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। ভোলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় তিন স্তরের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সাত উপজেলায় ৭৪৬টি আশ্রয়কেন্দ্র ও ছয়টি মুজিব কিল্লা প্রস্তুত করা করা হয়েছে। ৯৩টি মেডিকেল টিম, আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬০০ সিপিপি সদস্য ও প্রায় পাঁচ হাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে সুন্দরবনে জোয়ারের পানি বাড়ছে

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি থেকে ফসল রক্ষায় বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস)। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক এক বিজ্ঞপ্তিতে উপকূলীয় এলাকার ১৪ জেলার জন্য বিশেষ সতর্কতার কথা জানিয়েছেন। জেলাগুলো হলো- বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার।

আরও পড়ুন: ‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই

তবে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা নেই। এটি খুবই ধীরগতিতে এগোচ্ছে। আগামী রোববার সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে ‘মোখা’।

এমকেআর/জিকেএস

টাইমলাইন

  1. ১২:২০ পিএম, ১৬ মে ২০২৩ ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিনে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে নৌবাহিনী
  2. ০৯:১৩ এএম, ১৬ মে ২০২৩ মোখা রেখে গেছে ক্ষত, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
  3. ০৭:২৭ পিএম, ১৫ মে ২০২৩ ১৬ বছরে এবারই প্রথম, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি সাতক্ষীরায়
  4. ০৩:৪০ পিএম, ১৫ মে ২০২৩ বাড়িঘর ছাড়া ক্ষয়ক্ষতির আর কোনো তথ্য পাইনি: প্রতিমন্ত্রী
  5. ১১:৩৯ এএম, ১৫ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নামলো সব সতর্ক সংকেত
  6. ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৩ মোখার হুঙ্কার উপেক্ষা করে সাগরবিলাস!
  7. ০৯:১৭ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে যেসব আমল করবেন
  8. ০৯:০৮ পিএম, ১৪ মে ২০২৩ আশ্রয়কেন্দ্র ছাড়ছেন সোনাগাজী উপকূলের লোকজন
  9. ০৮:৩০ পিএম, ১৪ মে ২০২৩ উপকূল অতিক্রম করেছে মোখা, সংকেত নামলো ৩ নম্বরে
  10. ০৭:২৩ পিএম, ১৪ মে ২০২৩ রাতে বৃষ্টি হতে পারে ঢাকায়, সঙ্গে ঝোড়ো হাওয়া
  11. ০৬:০৬ পিএম, ১৪ মে ২০২৩ জরুরি সহায়তায় রেড ক্রিসেন্টের ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক
  12. ০৫:৪০ পিএম, ১৪ মে ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষাও স্থগিত
  13. ০৫:১৮ পিএম, ১৪ মে ২০২৩ সন্ধ্যা নাগাদ দুর্বল হতে পারে ‘মোখা’
  14. ০৫:১০ পিএম, ১৪ মে ২০২৩ এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো, ঝড়ের গতিবেগ ১৪৭ কিমি
  15. ০৪:১৫ পিএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে আঘাত হেনেছে মোখা, লন্ডভন্ড বাড়িঘর
  16. ০৩:৩৩ পিএম, ১৪ মে ২০২৩ দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে, আশা প্রতিমন্ত্রীর
  17. ০২:৫৩ পিএম, ১৪ মে ২০২৩ নদীতে জেলেরা, লক্ষ্মীপুরে ভাঙন আতঙ্ক
  18. ০২:৩৭ পিএম, ১৪ মে ২০২৩ সারাদেশে বৃষ্টিপাত কম, কারণ জানালো অধিদপ্তর
  19. ০২:১৯ পিএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই কুয়াকাটায়
  20. ০২:১৪ পিএম, ১৪ মে ২০২৩ কক্সবাজার সদর হাসপাতালে প্রস্তুত ৩৫ শয্যার আলাদা ওয়ার্ড
  21. ০২:০৮ পিএম, ১৪ মে ২০২৩ সৈকতে জনসাধারণের সেলফি: প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন
  22. ০১:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ স্বাভাবিক কক্সবাজার, সেন্টমার্টিনে বেড়েছে বাতাসের গতি
  23. ০১:৪২ পিএম, ১৪ মে ২০২৩ ‘সেন্টমার্টিনে ১০০ কিমি বেগে বাতাস বইছে, তিনতলা ভবন কাঁপছে’
  24. ০১:২৮ পিএম, ১৪ মে ২০২৩ হাতিয়ায় বাড়ছে পানি, উপকূলে সতর্কতা
  25. ০১:২৩ পিএম, ১৪ মে ২০২৩ ভাটা শুরু হওয়ায় জলোচ্ছ্বসের আশঙ্কা নেই: প্রতিমন্ত্রী
  26. ১২:৫৫ পিএম, ১৪ মে ২০২৩ ‘মোখা’ অতিক্রমের পর কক্সবাজারে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা
  27. ১২:৪৯ পিএম, ১৪ মে ২০২৩ ‘বাড়িঘরের চিন্তায় আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছে করে না’
  28. ১১:৩৭ এএম, ১৪ মে ২০২৩ মোখার প্রভাব নেই বরগুনায়, সাইক্লোন শেল্টারে ঝুলছে তালা
  29. ১১:২২ এএম, ১৪ মে ২০২৩ বিকেলে উপকূল পেরোতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
  30. ১০:৫১ এএম, ১৪ মে ২০২৩ বরিশালের আকাশ গুমোট, বৃষ্টি হতে পারে দুপুরে
  31. ১০:০৮ এএম, ১৪ মে ২০২৩ সেন্টমার্টিনে বৃষ্টি-বাতাস-পানির উচ্চতা বেড়েছে
  32. ০৯:২৭ এএম, ১৪ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখার কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু
  33. ০৯:২১ এএম, ১৪ মে ২০২৩ উপকূলের আরও কাছে ‘মোখা’, তীব্র হচ্ছে গতি
  34. ০৮:৪৩ এএম, ১৪ মে ২০২৩ বিকেল ৩টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ‘মোখা’
  35. ০৮:৩৪ এএম, ১৪ মে ২০২৩ রাতে আশ্রয়কেন্দ্র ঘুরে শুকনো খাবার দিলেন তোফায়েল
  36. ০৯:৪৬ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: আড়াই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
  37. ০৯:০৩ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার সৈকত থেকে উৎসুক পর্যটক সরাতে বিজিবি মোতায়েন
  38. ০৮:০৯ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রামের পাহাড়ি এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং
  39. ০৭:১৭ পিএম, ১৩ মে ২০২৩ সংশ্লিষ্ট এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
  40. ০৬:৫৮ পিএম, ১৩ মে ২০২৩ নোয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রস্তুত ৪৬৩ আশ্রয়কেন্দ্র
  41. ০৫:৫৩ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং
  42. ০৫:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্থগিত
  43. ০৫:১৮ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম মেট্রোপলিটনের ৭০০০ ফোর্স প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ চালু
  44. ০৫:১৬ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিনে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে
  45. ০৪:৩০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত
  46. ০৪:১০ পিএম, ১৩ মে ২০২৩ স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’
  47. ০৩:১৩ পিএম, ১৩ মে ২০২৩ রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত
  48. ০২:৫৬ পিএম, ১৩ মে ২০২৩ ২ সমুদ্রবন্দর ও ১১ জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত
  49. ০২:৩১ পিএম, ১৩ মে ২০২৩ দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
  50. ০২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  51. ০২:১৬ পিএম, ১৩ মে ২০২৩ ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সক্ষমতা নেই: প্রতিমন্ত্রী
  52. ০২:০০ পিএম, ১৩ মে ২০২৩ ছয় জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
  53. ০১:৪৯ পিএম, ১৩ মে ২০২৩ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আগাম দুঃখ প্রকাশ
  54. ০১:৩০ পিএম, ১৩ মে ২০২৩ এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের চাপ কম
  55. ০১:২৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
  56. ০১:১৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম-কক্সবাজারে সব ফ্লাইট বন্ধ
  57. ০১:১২ পিএম, ১৩ মে ২০২৩ ‘মোখা’ সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়: প্রতিমন্ত্রী
  58. ০১:০৪ পিএম, ১৩ মে ২০২৩ মোখার প্রভাবে কুয়াকাটায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
  59. ১২:৫২ পিএম, ১৩ মে ২০২৩ রোববার সারাদিনের মধ্যে আঘাত হানতে পারে ‘মোখা’
  60. ১২:৪৮ পিএম, ১৩ মে ২০২৩ কক্সবাজারে ১০ নম্বর মহা বিপৎসংকেত
  61. ১২:৪৫ পিএম, ১৩ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: প্রস্তুত নৌবাহিনীর জাহাজ-হেলিকপ্টার
  62. ১২:৪১ পিএম, ১৩ মে ২০২৩ সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা’
  63. ১২:২৭ পিএম, ১৩ মে ২০২৩ চট্টগ্রাম-বরিশালে রাত থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব
  64. ১২:২৪ পিএম, ১৩ মে ২০২৩ হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ
  65. ১১:২৬ এএম, ১৩ মে ২০২৩ ৩ বিভাগে ভারী বৃষ্টি, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
  66. ১১:২৩ এএম, ১৩ মে ২০২৩ সারাদেশে নৌযান চলাচল বন্ধের নির্দেশ
  67. ১০:৪৯ এএম, ১৩ মে ২০২৩ ১০ জেলায় প্রস্তুত ৫ হাজার ৪২৭ আশ্রয়কেন্দ্র
  68. ০৯:৩৯ এএম, ১৩ মে ২০২৩ ফেনী উপকূলবাসীর জন্য ৪৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
  69. ০৮:২৯ এএম, ১৩ মে ২০২৩ লোকজনকে নিরাপদে নিতে গভীর রাতে জেলেপল্লিতে জেলা প্রশাসক
  70. ০৮:১৪ এএম, ১৩ মে ২০২৩ শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ
  71. ০৯:২১ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় মোখা: ৮ নম্বর মহাবিপদ সংকেত
  72. ০৯:০৬ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: ৫ বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  73. ০৮:০৯ পিএম, ১২ মে ২০২৩ এখনো সাগরে অনেক জেলে, ঘাটে ফিরতে কোস্টগার্ডের মাইকিং
  74. ০৬:১৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’: চট্টগ্রাম-কক্সবাজারে প্রস্তুত ১৬০৬ আশ্রয়কেন্দ্র
  75. ০৬:০৬ পিএম, ১২ মে ২০২৩ সেন্টমার্টিনে ‘মোখা’র প্রভাব নেই, তবুও প্রস্তুতি সম্পন্ন
  76. ০৫:১১ পিএম, ১২ মে ২০২৩ ‘মোখা’ আতঙ্কে পর্যটক কমেছে কুয়াকাটায়, বাতিল হচ্ছে বুকিং
  77. ০৫:০৫ পিএম, ১২ মে ২০২৩ মোখার সেন্টার পয়েন্ট হতে পারে টেকনাফ-সেন্টমার্টিন
  78. ০৪:৫৩ পিএম, ১২ মে ২০২৩ ঘূর্ণিঝড় সতর্কতা সংকেতের কোনটির অর্থ কী?
  79. ০৪:০৮ পিএম, ১২ মে ২০২৩ রোববার দুপুরে আঘাত হানবে ‘মোখা’, ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
  80. ০৩:০০ পিএম, ১২ মে ২০২৩ বরগুনায় ২৪ স্পটে বাঁধ ঝুঁকিপূর্ণ
  81. ০২:২৭ পিএম, ১২ মে ২০২৩ ১৭৫ কিমি বেগে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’
  82. ১২:৫৭ পিএম, ১২ মে ২০২৩ মোখার গতি থাকতে পারে ১৫০-১৬০ কিলোমিটার
  83. ১২:৩৮ পিএম, ১২ মে ২০২৩ ঝালকাঠিতে প্রস্তুত ৬২ আশ্রয়কেন্দ্র, ৩৮ মেডিকেল টিম
  84. ১২:০৯ পিএম, ১২ মে ২০২৩ নিরাপদে সরে যেতে সুন্দরবন উপকূলে মাইকিং
  85. ১১:৩৮ এএম, ১২ মে ২০২৩ উপকূলে ১০-২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা
  86. ১০:২৬ এএম, ১২ মে ২০২৩ সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি
  87. ১০:১৭ এএম, ১২ মে ২০২৩ অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’
  88. ০১:২৬ এএম, ১২ মে ২০২৩ চট্টগ্রামে ‌প্রস্তুত ১৭ হাজার স্বেচ্ছাসেবক, ১০৩০ আশ্রয়কেন্দ্র
  89. ০১:০৪ এএম, ১২ মে ২০২৩ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’
  90. ১১:২৫ পিএম, ১১ মে ২০২৩ ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
  91. ০৯:০০ পিএম, ১১ মে ২০২৩ ‘মোখা’র সুপার সাইক্লোনে পরিণত হওয়ার শঙ্কা নেই
  92. ০৮:২৬ পিএম, ১১ মে ২০২৩ ধীরে এগোচ্ছে ‘মোখা’, বাংলাদেশের দিকে বাঁক নিলে বাড়বে সংকেত
  93. ০৭:৫৮ পিএম, ১১ মে ২০২৩ কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র