ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে : রাষ্ট্রপতি

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে গভীর হচ্ছে ও বিস্তৃতি লাভ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীরা রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নকরতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে গভীর হচ্ছে ও বিস্তৃতি লাভ করছে। আমাদের সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে পারবো বলে আমি আশাবাদী।

রাষ্ট্রপতি বলেন, দ্রুত শান্তি প্রতিষ্ঠা, পরিবর্তন ও অগ্রগতিসহ বর্তমান বিশ্ব আরও বেশি চ্যালেঞ্জিং ও স্বাধীন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদেরকে লক্ষ্য ও নীতিমালা নির্ধারণ করতে হবে এবং সকলের জন্য ন্যায়বিচার ও মুক্তির বিকাশ ঘটিয়ে দেশকে সেবা দিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ় আশাবাদী যে আপনারা আপনাদের নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নয়নে নতুন করে অবদান রাখবেন। রাষ্ট্রপতি ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৪-এ অংশগ্রহণকারী ১১টি বন্ধুপ্রতীম দেশে ২৮ জন মেধাবী অংশগ্রহণকারীর উচ্ছ¡সিত প্রশংসা করেন।

আবদুল হামিদ বলেন, আমি বিশ্বাস করি আপনারা খুবই উপভোগ্য একটি সময় কাটিয়েছেন এবং এনডিসি কোর্সের সময় মূল্যবান পেশাগত জ্ঞান অর্জন করেছেন। আমি আশা করি আপনাদের স্ব স্ব দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তা, পারস্পরিক বন্ধুত্ব ও বন্ধন আপনাদের স্মৃতিতে জাগ্রত থাকবে।

তিনি বলেন, কোর্স চলাকালে আপনারা ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন এবং মতবিনিময় করেছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বন্ধন সম্প্রসারণে আপনারা নিজ নিজ দেশে শুভেচ্ছা দূত হিসাবে কাজ করতে পারেন। -বাসস