ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার তাপমাত্রা কমাতে কাজ করবে আরশট-রকফেলার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৩ মে ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি ও ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ চুক্তি সই হয়। এই চুক্তির ফলে তাপমাত্রা কমাতে উত্তর ঢাকায় নানা কর্মসূচি বাস্তবায়ন করবে আরশট-রক ফাউন্ডেশন।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা সহনীয় রাখতে দুই লাখ গাছ লাগাবেন মেয়র আতিক

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আজ আমার শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আরশট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। করপোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে যিনি আরশট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।

আরও পড়ুন: ‘গ্রামের তুলনায় ঢাকায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি’

ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশনের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড, হিট অ্যান্ড সিটি ডিপ্লোমেসি বিভাগের প্রধান উপদেষ্টা মরিসিও রোডাস, শক্তি ফাউন্ডেশনের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রধান সোহানি হক ইলিয়াস, উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এমএমএ/বিএ/এএসএম