ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশ-কাতার ঐকমত্য

প্রকাশিত: ১১:০১ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ ও কাতার দু’দেশের জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং তথ্য ও সংবাদ আদান-প্রদানে আরও ত্বরান্বিত করতে একটি খসড়া স্মারক প্রণয়নে ঐক্যমত হয়েছে। রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সঙ্গে রোববার বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আব্দুলআজিজ মোহামেদ আল-মানা এক সৌজন্য সাক্ষাৎকালে তারা এ ঐক্যমতে পৌঁছান।

রাষ্ট্রদূত মোহামেদ আল-মানা ২০২১ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজনে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থনসহ প্রয়োজনে দক্ষ জনবল সরবরাহের প্রতিশ্রুতি দেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সময় কাতারে কর্মরত বাংলাদেশি জনগণের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ জীবনের জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে কাতার সরকারকে ধন্যবাদ জানান। -বাসস