২০১৬ সালের মধ্যে সবার জন্য স্মার্ট কার্ড
বর্তমান সরকার নির্বাচন কমিশন বাংলাদেশের অধীনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহেন্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের স্মার্ট কার্ড দেয়ার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, এই প্রকল্পটি ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বর্ণিত আইডিইএ প্রকল্পটি বিশ্বব্যাংকের ঋণ সহায়তার আওতায় পরিচালিত। এই প্রকল্পের আওতায় বিধি মোতাবেক সমস্ত কার্যাদি সম্পন্ন করে স্মার্ট কার্ড দেয়ার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, গত ২৪ জুন যা জমা প্রদানের সর্বশেষ দিন ছিল।