ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদের দিনে জাতীয় জাদুঘর বন্ধ, ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২২ এপ্রিল ২০২৩

ঠিক তিন বছর আগে শিশুসন্তানকে নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরে বেড়াতে গিয়েছিলাম। তখন বাচ্চার বয়স ছিল দুই বছর। তেমন কিছু বুঝতো না। এখন অনেক কিছুই বোঝে। অনেক ফল, ফুল, পশুপাখির নাম জানে। তাই ঈদের দিনই বাচ্চা ও তার মাকে নিয়ে ফের জাদুঘরে বেড়াতে এলাম। কিন্তু এসে দেখি, জাদুঘরের ফটকে তালা। দেখেই মনটা খারাপ হয়ে গেল।

শনিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে এভাবেই কথাগুলো বলছিলেন রাজধানীর মানিকনগরের বাসিন্দা সোহেল রানা। তিনি জাগো নিউজকে বলেন, রমজানে টানা তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। এক মাস বাচ্চাকে নিয়ে ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পাইনি। তাই আজ সারাদিন ঢাকার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা ছিল। এজন্য শুরুতেই জাতীয় জাদুঘরে ঘুরতে এসেছিলাম। এটা বন্ধ থাকায় এখন অন্য কোনো জায়গায় যেতে হবে।

jagonews24

হাজারীবাগ থেকে স্কুলপড়ুয়া ছেলে-মেয়েকে নিয়ে জাদুঘরে ঘুরতে এসেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মাহমুদা বেগম। জাদুঘর বন্ধ দেখে তারাও ফিরে যান। আলাপকালে তিনি বলেন, সোমবার (২৩ এপ্রিল) থেকে আমার অফিস খোলা। তাই আজ ও কাল (শনি-রবিবার) ছাড়া বেড়ানোর তেমন সময় নেই। সকালে বাচ্চারা ঈদের নামাজ পড়ার পর খাওয়া-দাওয়া করে বের হয়েছি। প্রথমেই জাদুঘরে এসেছি। এসে দেখি জাদুঘর বন্ধ। সরকারি যে কোনো ছুটির দিনে জাদুঘর খোলা রাখার দাবি জানান তিনি।

জাতীয় জাদুঘর সূত্র জানায়, পবিত্র রমজান উপলক্ষে গত ২২ মার্চ জাদুঘর পরিদর্শনের সময়সূচি নির্ধারণ করা হয়। এ সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক বন্ধ বৃহস্পতি ও শুক্রবার করা হয়। আর রমজান মাস ছাড়া বছরের অন্য সময়ে সাপ্তাহিক বন্ধ শুধু বৃহস্পতিবার। কিন্তু এ সময়সূচিতে ঈদের ছুটিতে জাদুঘর বন্ধ থাকবে কি না, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

jagonews24

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঈদ উপলক্ষে আজ শনিবার এবং আগামীকাল রোববার জাদুঘর বন্ধ থাকবে। সবসময় ঈদে এমন ছুটি থাকে।

জাদুঘরের ওয়েব সাইটে ঈদের দিন আজ শনিবার জাদুঘর বন্ধ থাকার কোনো তথ্যের উল্লেখ নেই কেন, এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

এমএমএ/এমকেআর/এমএস