ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

স্বল্প পরিসরে খুলে দেওয়া হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট। তবে আশানুরূপ বিক্রি শুরু হয়নি। আগুন লাগার কারণে পুরো মার্কেটে এখনো বিদ্যুৎ নেই। আবার দোকানগুলোও গুছিয়ে উঠতে পারেনি।

গত শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার তিনদিন পর, গতকাল (সোমবার) আংশিকভাবে মার্কেটটির নিচতলার কিছু দোকান খুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, মার্কেটটির নিচতলার বেশিরভাগ দোকানই খুলেছে। চলছে মালামাল আনা নেওয়া, গোছানো ও দোকান পরিচ্ছন্নতার কাজ। অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে তীব্র গরমে মালামাল সাজাচ্ছেন বিক্রেতারা। গরমে ঘেমে অনেককে মার্কেটের বাইরে বিশ্রাম নিতেও দেখা গেছে।

পিকআপ ভ্যান, ঠেলাগাড়িতে করে ব্যবসায়ীদের মালামাল আনতে দেখা গেছে। আগুনে মার্কেটের বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো দোকান এখনো বিদ্যুৎহীন। তবে বিকেল নাগাদ মার্কেটে জেনারেটর চালু হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিচতলায় বাঁধাই করা পেইন্টিং বিক্রি করেন রনি। জাগো নিউজকে তিনি বলেন, বিকেলের মধ্যে একটা লাইট, একটা ফ্যানের কানেকশন আসবে। জেনারেটর চালু হবে। আজকের মধ্যে দোতলা খুলে দেওয়া হবে।

মার্কেট খুলে দেওয়া হলেও ক্রেতার দেখা নেই মার্কেটটিতে। প্রচণ্ড গরম ও বিদ্যুৎ না থাকায় ক্রেতারা আসছেন না বলে বিক্রেতারা জানিয়েছেন।

রনি বলেন, গতকাল সকালে দোকান খুলেছি। আসরের পরে বন্ধ করে দিয়েছি। অন্ধকারের মধ্যে কাস্টমার আসে না। গতকাল কোনো বিক্রি হয়নি। আজ ১২টার পর একটা ছবি বিক্রি হয়েছে।

ব্যবসায়ী শাহজাহান বলেন, গতকাল পর্যন্ত ময়লা পরিষ্কার করেছি। এখন দেখা যাক কী হয়।

নিউ সুপার মার্কেটের নিচতলায় ঢুকতেই চোখে পড়ে গেঞ্জি, হোসিয়ারি পণ্যের দোকান অনি মনি সেন্টারের। দোকানটির বিক্রয়কর্মী শিহাব বলেন, আগুনে আমাদের পণ্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ৪ দিনের বিক্রি বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হয়েছে।

jagonews24নিউ সুপার মার্কেটের নিচতলা

তিনি বলেন, আমাদের শেষ ১০ দিনে বিক্রি হয়। গতকালও কারেন্ট নাই, কাস্টমার নাই। তাই দোকান বিকেলে বন্ধ করছি। আজকে সামান্য বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের বাইরের দোকান জান্নাত ব্যাগ হাউজের বিক্রয়কর্মী ইব্রাহীম হোসেন জানান, বিক্রি করে দোকান চালানোর খরচও উঠছে না।

তিনি বলেন, দোকানে প্রতিদিন খরচ হয় সাড়ে ৪ হাজার টাকার উপরে। অথচ ২ হাজার টাকার মতো বিক্রি করতে পারছি। আমাদের দোকান নিউ সুপার মার্কেটে হলেও, বাইরে হওয়ায় শুধু আগুন লাগার দিন বন্ধ ছিল। ঈদের শেষ ১০ দিনে দৈনিক ১৫-২০ হাজার টাকা সেল হওয়ার কথা। কিন্তু আগুন আতঙ্কে ক্রেতারা আসছেন না।

মার্কেটে বিদ্যুৎ না থাকা ও দোকান ভালোভাবে সাজানো না থাকায় ক্রেতার সংখ্যাও ছিল কম। বেশিরভাগ ক্রোকারিজ আইটেমের দোকানদার সাজানোর কাজে ব্যস্ত থাকায় ক্রেতাদের ফিরিয়ে দিতে দেখা গেছে।

কাটাবনের ব্যবসায়ী নুর আলম ঘর সাজানোর কিছু সরঞ্জাম কিনতে এসেছিলেন। তিনি বলেন, দোকানগুলো এখনো রেডি করতে পারে নাই। এজন্য বিকেলের দিকে আসবো।

মজুমদার নামের আরেক ক্রেতা বলেন, কিছু কুশন কভার কিনেছি। একটা দোকান থেকেই কিনতে হয়েছে৷ অন্য দোকানগুলো সেভাবে খুলতে পারেনি।

মন্দাভাব ফুটপাতেও

নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুটপাতে জুতা, সেন্ডেল, ঘড়ি, ব্যাগ, সানগ্লাস বিক্রি হয়। রোজার এই সময়ে ক্রেতা-বিক্রেতায় মুখর থাকে ফুটপাতটি। মঙ্গলবার ফুটপাতে কয়েকজন সানগ্লাস বিক্রেতাকে দেখা গেছে। তবে ক্রেতা ছিল খুব কম।

সাজ্জাদ নামের একজন বিক্রেতা জানান, বিক্রি একদম পড়তির দিকে। মার্কেট জমলে ফুটপাত জমবে। মার্কেটের অবস্থা খারাপ। সব ময়লা ফুটপাতে ফেলা হয়েছে। সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি। কাস্টমারও কম।

ফায়ার সার্ভিস বলছে, শনিবারের আগুনে নিউ সুপার মার্কেটে ১৩০০ দোকানের মধ্যে প্রায় ২৪৩টি পুড়ে গেছে। এ মার্কেটের তৃতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসএম/এমএইচআর/জিকেএস

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা
  2. ০৬:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ একপাশে শোক-পোড়া কাপড়, অন্যপাশে কেনাকাটার ধুম
  3. ০৩:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২৭ জিডি
  4. ০৪:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ভাঙা সিঁড়িতে ঝুঁকি নিয়ে পথচারী পারাপার
  5. ০৩:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন ৯, মাঝারি ১৪ ও ঝুঁকিপূর্ণ ৩৪
  6. ০২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রেতার দেখা নেই
  7. ০১:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ পুড়ে যাওয়া মালামাল এখনও সরাচ্ছেন ব্যবসায়ীরা
  8. ১২:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
  9. ১২:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  10. ১২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ অগ্নিঝুঁকিতে ঢাকার ৫৫ শতাংশ ভবন
  11. ১১:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২৩ জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই
  12. ১০:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২৩ আলামত সংগ্রহে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট
  13. ১০:০৭ এএম, ১৬ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস
  14. ০৯:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ১৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ব্যবসায়ীদের বাধায় আটকে ছিল অপসারণ
  15. ০৯:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট
  16. ০৭:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পরিবেশ দূষণের জন্য প্রধানত ব্যবসায়ীরাই দায়ী: মনজিল মোরসেদ
  17. ০৭:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ৯ প্লাটুন আনসার মোতায়েন
  18. ০৫:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখছে র‌্যাব
  19. ০৫:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের
  20. ০৪:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা কলেজ ছাত্রলীগও যোগ দেয় নিয়ন্ত্রণে
  21. ০৪:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভিত্তিহীন সংবাদ-গুজব প্রচার না করার আহ্বান
  22. ০৪:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ আহত ৩৫ জন ঢামেকে ভর্তি
  23. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই’
  24. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ড রোধে সরকারের কোনো আগ্রহ নেই: ফখরুল
  25. ০৩:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমি তো ভিখারি হয়ে গেলাম, সব মালামাল পুড়ে ছাই’
  26. ০৩:৫৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একপাশে এখনো উড়ছে ধোঁয়া, অন্যপাশে বেচাকেনা শুরু
  27. ০৩:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
  28. ০৩:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের শতাধিক দোকানি
  29. ০৩:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা
  30. ০২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফের মানুষের বাসায় কাজ করতে হবে আলেয়ার
  31. ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ
  32. ০১:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
  33. ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘সব শেষ, বেতন বোনাস কার কাছে চাইবো’
  34. ০১:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ আহত ১৯
  35. ১২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘কাল ছিলাম কোটিপতি, আজ সব শেষ’
  36. ১২:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ
  37. ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক আগুন ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী
  38. ১০:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির
  39. ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে
  40. ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ তীব্র যানজট, গাড়ি চলছে কাঁটাবন-পলাশী রুটে
  41. ১০:১৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  42. ০৯:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘ঈদের আগে ফের মার্কেটে আগুন কেন’
  43. ০৯:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে
  44. ০৯:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সাড়ে ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
  45. ০৯:০৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সামনে ঈদ, ব্যবসায়ীদের কেন মারছেন?
  46. ০৮:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ভেতর যাচ্ছে ফায়ার সার্ভিসের স্পেশাল ফোর্স
  47. ০৮:৩২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত
  48. ০৮:২৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‍্যাব
  49. ০৮:২০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েই মালামাল বের করছেন ব্যবসায়ীরা
  50. ০৮:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী
  51. ০৮:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট