জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার-জন্মহার দুটোই বেড়েছে
২০২১ সালে প্রতি হাজারে স্থুল জন্মহার ছিল ১৮ দশমিক ৮ জন যা ২০২০ সালে ছিল ১৮ দশমিক ১ জন। ফলে জন্মহার বেড়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ১ হাজার ১৫৩ জন বসবাস করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ’ জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ২০২১ সালে বাংলাদেশিদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর বা ৭২ বছর ৪ মাস। তার আগের বছর গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। কমেছে শূন্য দশমিক ৫ বছর বা প্রায় ছয় মাস।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ হয়।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে ৬ মাস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী শামসুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সারাদেশে দুই হাজার ১২ জনের ওপর চালানো হয় এই জরিপ। জরিপ প্রকল্পের পরিচালক মো. আলমীর হোসেন বিস্তারিত তুলে ধরেন।
জরিপে দেখা গেছে, ২০২১ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহারকারীর সংখ্যা ২০২০ সালের তুলনায় বেড়েছে। ২০২১ সালে এই হার বৃদ্ধি পেয়ে ৬৫ দশমিক ৬ শতাংশ হয়েছে, ২০২০ সালে যা ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ।
এমওএস/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ‘গণঅভ্যুত্থানে আহতরা চিকিৎসা পাচ্ছেন না, রাষ্ট্র কি ঘুমিয়ে আছে?’
- ২ পর্তুগালে ইউএনএওসি গ্লোবাল ফোরামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা
- ৩ এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ
- ৪ চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ ৪ ঘণ্টা পর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু