ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফায়ার সার্ভিসের তথ্য

ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন ৯, মাঝারি ১৪ ও ঝুঁকিপূর্ণ ৩৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড ম্যানন্টেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নিউ সুপার মার্কেটসহ রাজধানীতে ৯টি অতি ঝুঁকিপূর্ণ, ১৪টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। গত দুই সপ্তাহে ৫৮টি ভবন হালনাগাদ করে এ তথ্য পাওয়া গেছে।

রোববার (১৬ এপ্রিল) দুপুর ১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মার্কেট-শপিংমলের অগ্নিঝুঁকি নিরসন ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি। প্রতি বছর আমরা বিভিন্ন ভবন হালনাগাদ করি। এরপর সমস্যাগুলো চিহ্নিত করে ভবন মালিককে জানাই। চিহ্নিত সমস্যাগুলো সমাধান না করলে আমরা ব্যানার টানিয়ে দিই, যেন জনগণ সচেতন হয়। আমাদের কার্যক্রমের লক্ষ্যই হচ্ছে জনসচেতনতা বাড়ানো।

তিনি বলেন, ২০১৮ সালে ১ হাজার ৫১১টি ভবন, মার্কেট, রেস্টুরেন্ট হালনাগাদ করা হয়েছিল। সেখানেও আমরা অতি ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন পেয়েছি।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে তিনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে অগ্নিনির্বাপণ করতে পারছি না। ভবনগুলোতে মহড়া না করার কারণে আমাদের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহার করতে পারছি না।

তিনি সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি সংরক্ষণ ও মহড়া আয়োজন করার অনুরোধ জানান। পাশাপাশি মার্কেটের প্রতিটি জায়গায় পাহারা দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে দাহ্য হওয়ার প্রবণতা অনেক বেশি বলেও জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, দোকানে, করিডোরে, সিঁড়িতে ও দোকানের সামনে মালামাল স্তূপ করে রাখা যাবে না। আর মার্কেটের ভেতরে কোনো ধরনের ধূমপান করা যাবে না।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের শুরুতেই ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। ফায়ার সার্ভিসকে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। অগ্নিনির্বাপণের সময় মার্কেটের মালামাল টানাহেঁচড়া করা যাবে না।

এসময় তিনি ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

আরএসএম/এমকেআর/এএসএম

টাইমলাইন

  1. ০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা
  2. ০৬:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ একপাশে শোক-পোড়া কাপড়, অন্যপাশে কেনাকাটার ধুম
  3. ০৩:০২ পিএম, ১৭ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ২৭ জিডি
  4. ০৪:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ভাঙা সিঁড়িতে ঝুঁকি নিয়ে পথচারী পারাপার
  5. ০৩:০৯ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ভবন ৯, মাঝারি ১৪ ও ঝুঁকিপূর্ণ ৩৪
  6. ০২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ চন্দ্রিমা সুপার মার্কেটে ক্রেতার দেখা নেই
  7. ০১:০৫ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ পুড়ে যাওয়া মালামাল এখনও সরাচ্ছেন ব্যবসায়ীরা
  8. ১২:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা
  9. ১২:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ শেষ রাতের দিকে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
  10. ১২:০৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ অগ্নিঝুঁকিতে ঢাকার ৫৫ শতাংশ ভবন
  11. ১১:৩২ এএম, ১৬ এপ্রিল ২০২৩ জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই
  12. ১০:৩৪ এএম, ১৬ এপ্রিল ২০২৩ আলামত সংগ্রহে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট
  13. ১০:০৭ এএম, ১৬ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপিত: ফায়ার সার্ভিস
  14. ০৯:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ১৬ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ব্যবসায়ীদের বাধায় আটকে ছিল অপসারণ
  15. ০৯:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পুরোপুরি নির্বাপণে সময় লাগবে, সারারাত কাজ করবে ১২ ইউনিট
  16. ০৭:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ পরিবেশ দূষণের জন্য প্রধানত ব্যবসায়ীরাই দায়ী: মনজিল মোরসেদ
  17. ০৭:৪১ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ৯ প্লাটুন আনসার মোতায়েন
  18. ০৫:৫৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ঘটনা নাশকতা কি না, খতিয়ে দেখছে র‌্যাব
  19. ০৫:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার আহ্বান মেয়র তাপসের
  20. ০৪:৪৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা কলেজ ছাত্রলীগও যোগ দেয় নিয়ন্ত্রণে
  21. ০৪:৩৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভিত্তিহীন সংবাদ-গুজব প্রচার না করার আহ্বান
  22. ০৪:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১৩ কর্মীসহ আহত ৩৫ জন ঢামেকে ভর্তি
  23. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমার দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই’
  24. ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ড রোধে সরকারের কোনো আগ্রহ নেই: ফখরুল
  25. ০৩:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘আমি তো ভিখারি হয়ে গেলাম, সব মালামাল পুড়ে ছাই’
  26. ০৩:৫৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একপাশে এখনো উড়ছে ধোঁয়া, অন্যপাশে বেচাকেনা শুরু
  27. ০৩:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ব্যবসায়ীদের সাহায্যে এগিয়ে এলেন ঢাকা কলেজের স্বেচ্ছাসেবীরা
  28. ০৩:১৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফুটপাতের শতাধিক দোকানি
  29. ০৩:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা
  30. ০২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ফের মানুষের বাসায় কাজ করতে হবে আলেয়ার
  31. ০১:৫৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ভেজা শরীরে একের পর এক কাপড়ের বস্তা নামিয়ে আনছে পুলিশ
  32. ০১:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক অসুস্থ হয়ে বের হচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
  33. ০১:৪০ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘সব শেষ, বেতন বোনাস কার কাছে চাইবো’
  34. ০১:০৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ আহত ১৯
  35. ১২:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘কাল ছিলাম কোটিপতি, আজ সব শেষ’
  36. ১২:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ অগ্নিকাণ্ডের পর আশপাশের মার্কেট বন্ধ
  37. ১২:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ একের পর এক আগুন ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী
  38. ১০:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নাশকতা কি না তা খতিয়ে দেখার অনুরোধ ফায়ারের ডিজির
  39. ১০:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে
  40. ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ তীব্র যানজট, গাড়ি চলছে কাঁটাবন-পলাশী রুটে
  41. ১০:১৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  42. ০৯:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ‘ঈদের আগে ফের মার্কেটে আগুন কেন’
  43. ০৯:৩৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে
  44. ০৯:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সাড়ে ৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
  45. ০৯:০৫ এএম, ১৫ এপ্রিল ২০২৩ সামনে ঈদ, ব্যবসায়ীদের কেন মারছেন?
  46. ০৮:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুনের ভেতর যাচ্ছে ফায়ার সার্ভিসের স্পেশাল ফোর্স
  47. ০৮:৩২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত
  48. ০৮:২৩ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‍্যাব
  49. ০৮:২০ এএম, ১৫ এপ্রিল ২০২৩ জীবনের ঝুঁকি নিয়েই মালামাল বের করছেন ব্যবসায়ীরা
  50. ০৮:০৯ এএম, ১৫ এপ্রিল ২০২৩ আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী
  51. ০৮:০২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ ঢাকা নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট